আমি তোর দরজায় কড়া নাড়ি,
ওপাশ থেকে তোর শব্দ নেই.. .
আমি মরিয়া হয়ে তোর দরজায়
কড়া নাড়ি.. .
এবার শব্দ হলো..,,
ভেতর থেকে বলে দিলি.. .....
আমাকে ভুলে যাও ।
তুই জানিস না কষ্টরা আমাকে
কীভাবে কাঁদায়... ...
অভিশপ্ত ভালবাসা আমার
বাধা মানে না.......
তোর কাছে ছুটে যায়........
Comments
Post a Comment